ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের একমাত্র পুত্র অর্জুন টেন্ডুলকারকে রীতিমতো কচুকাটা করেছেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান হারপ্রীতি সিং।
শনিবার ওয়াংখেড় স্টেডিয়ামে পাঞ্জাবের ইনিংসের ১৬তম ওভারে অজুর্নকে তুলোধুনো করে ছাড়েন হারপ্রীতি সিং।
সেই ওভারে প্রথম বলেই ছক্কা হাঁকান স্যাম কারান, পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে ফের চার, তৃতীয় বলে সিঙ্গে নিয়ে প্রান্ত বদল করেন কারান।
চতুর্থ ও পঞ্চম বলে চার ও ছক্কা হাঁকান হারপ্রীত সিং। পরের বলটি নো করেন, সেই বলে চার মারেন হারপ্রীত, শেষ বলে ফের চার হাঁকান তিনি। সেই ওভারে ৩১ রান খরচ করেন অর্জুন টেন্ডুলকার।
তবে আইপিএলের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোচি টাস্কার্সের বিপক্ষে বোলার প্রশান্ত পরমেশ্বরনকে তুলোধুনো করে রেকর্ড ৩৭ রান আদায় করেন।
একই রেকর্ডের মালিক ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের এই তারকা ব্যাটসম্যান বেঙ্গালুরুর বোলার হার্সেল প্যাটেলকে পিটিয়ে ৩৭ রান আদায় করেন।
শনিবার মুম্বাই-পাঞ্জাব ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান করে পাঞ্জাব কিংস। ২৯ বলে ৫৫ রান করেন স্যাম করান। ২৮ বলে ৪১ রান করেন হারপ্রীতি সিং।
টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ১৩ রানে হারে মুম্বাই। দলের হয়ে ৪৩ বলে ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন। ২৬ বলে ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। ২৭ বলে ৪৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।