Logo
Logo
×

খেলা

‘এত কঠিন ক্যাচ ধরলাম, পুরস্কার দিল না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১১:৩৫ এএম

‘এত কঠিন ক্যাচ ধরলাম, পুরস্কার দিল না’

দুর্দান্ত ক্যাচ ধরার পরও ম্যাচ শেষে পুরস্কার না পেয়ে হতাশ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক হার্ষা ভোগলের কাছে অভিযোগের সুরে ধোনি বলেন, কেন সেরা ক্যাচের স্বীকৃতি দেওয়া হলো না। 

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করার সুযোগ হয়নি ধোনির। ১৩৫ রানের মামুলি স্কোর তাড়ায় ৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় চেন্নাই।

দলের জয়ে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিন্দ্র জাদেজা। ৫৭ বলে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভন কনওয়ে। 

তবে উইকেটের পেছনে গ্লাভস হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ধোনি। প্রথমে মাহিশ থাকসেনার বলে এইডেন মার্কওরামের দুর্দান্ত ক্যাচ ধরেন ধোনি। এমন ক্যাচ ধরা মোটেও সহজ ব্যাপার নয়। এই ক্যাচ ধরার জন্যই তার ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মজার ছলে দাবি করেন ধোনি। 

এরপর জাদেজার বলে মায়াঙ্ক আগরওয়ালকে স্টাম্প-আউট করেন ধোনি। প্রথম ইনিংসের একেবারে শেষ বলে সরাসরি থ্রোয়ে ওয়াশিংটন সুন্দরকে রান-আউট করেন ক্যাপ্টেন কুল। 

মার্কওরামের দুর্দান্ত ক্যাচ নিয়ে পুরস্কার মঞ্চে হার্ষা ভোগলেকে ধোনি বলেন, এত কঠিন ক্যাচ ধরলাম, তবু সেরা ক্যাচের পুরস্কার দিল না। 

ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার জিতেন রুতুরাজ গায়কোয়াদ। পাওয়ার প্লেতে আকাশ সিংয়ের বলে হ্যারি ব্রুকের যে ক্যাচটি ধরেন গায়কোয়াদ, সেটিকেই সেরার স্বীকৃতি দেওয়া হয়।

ধোনি বলেন, হাতে গ্লাভস থাকলেই ক্যাচ ধরা সহজ না। তাছাড়া সেই ক্যাচটি ধরার সময় আমি সঠিক জায়গায় ছিলাম না। আমার কাছে মনে হয়েছে সেটা দুর্দান্ত ক্যাচ ছিল। এর আগে রাহুল দ্রাবিড় এমন একটি ক্যাচ নিয়েছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম