আইপিএলের মতো দ্বিপাক্ষিক সিরিজেও আয় করতে চায় বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সম্প্রচার স্বত্ব বাবদ আয় তিনগুণ বেড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। আইপিএলের মতো এবার দ্বিপাক্ষিক সিরিজেও আয় বাড়াতে চায় ভারত।
আইপিএলে টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব দেওয়া হয়েছে আলাদা আলাদা সংস্থাকে। এ কারণে অনেক বেশি টাকা আয় হচ্ছে বিসিসিআইয়ের। এবার দ্বিপাক্ষিক সিরিজেও একই সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।
এবার আইপিএলে টেলিভিশন স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ডিজিটাল স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। সম্প্রচার স্বত্ব বাবদ ২০২৩-২৭ সাল পর্যন্ত পাঁচ বছরে ৪৮,৩৯০ কোটি টাকা পাচ্ছে বিসিসিআই; যা আগের তুলনায় তিনগুণ বেশি।
আইপিএলের মতো এবার আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেও একই পলিসি অনুসরণ করতে চায় বিসিসিআই। ২০১৮-২৩ সাল পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক ম্যাচের জন্য মোট ৬১৩৮ কোটি টাকা দিয়েছে স্টার স্পোর্টস। টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব আলাদা করে দিলে সেই অঙ্ক ১৫,০০০ কোটি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রচার থেকে যত বেশি সম্ভব তত বেশি আয় করতে চায় বিসিসিআই।
বিসিসিআই সূত্রে খবর, চলতি বছরের জুলাই মাসে দরপত্র ডাকা হতে পারে। তারপরই অনলাইনে সম্প্রচার স্বত্ব নিয়ে নিলাম হবে। আইপিএলের মতোই ৫ বছরের চুক্তি করা হবে।