Logo
Logo
×

খেলা

‘আইপিএল খেললেই হবে না, বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ পিএম

‘আইপিএল খেললেই হবে না, বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে’

বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমাদের এবার বড় প্রতিযোগিতায় জিততে হবে। হতে পারে সেটা এশিয়া কাপ। বিশ্বকাপের দিকেও নজর দিতে হবে। আমাদের দলে এখন তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল রয়েছে। 

তিনি বলেন, অস্ট্রেলিয়া থেকেও বাংলাদেশ ভালো দল। কিন্তু ট্রফি জিততে না পারলে তার কোনও দাম থাকে না। আইসিসি প্রতিযোগিতায় বাংলাদেশের ফল মোটেই ভালো নয়। কেন এটা হচ্ছে সেটা বুঝতে হবে। এভাবে চলতে পারে না।

ক্রিকেট থেকে অবসরের আগেই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন মাশরাফি তিনি বলেন, এখন থেকেই বিশ্বকাপের কথা ভাবতে হবে। শুধু আইপিএল খেললেই হবে না। আমার মতে, এখন থেকেই দল ঠিক করে নিক যে বিশ্বকাপে কার ভূমিকা কী থাকবে। দলে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা ক্রিকেটার রয়েছে। ওকে দায়িত্ব নিতে হবে।

মাশরাফি আরও বলেছেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব দীর্ঘ দিন ধরে বাংলাদেশের হয়ে খেলছে। বাংলাদেশ ক্রিকেটের এই উন্নতির নেপথ্যে ওদের অনেক বড় অবদান রয়েছে। কিন্তু এখনও ওদের কাজ শেষ হয়ে যায়নি। দলের বাকি ক্রিকেটারদের মধ্যে ওদের সেই বোধটা জাগিয়ে তুলতে হবে। তবেই আমরা সাফল্য পাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম