Logo
Logo
×

খেলা

কোহলির রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

কোহলির রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

ভারতের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার। 

আইপিএলের ইতিহাসে তৃতীয় এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার। এই মাইলফলক স্পর্শ করার পথে কোহলিকে ছাড়িয়ে যান ওয়ার্নার। 

শনিবার গুয়াহাটিতে রাজস্থান রয়েলসের বিপক্ষে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলার সুবাদে দুর্দান্ত এই কৃতিত্ব অর্জন করেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা। 

ওয়ার্নারের আগে এই নজির গড়েন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন ওয়ার্নার। তিনি ১৬৫ ইনিংসে ৪টি সেঞ্চুরি আর ৫৬টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৩৯ রান সংগ্রহ করেন। 

আইপিএলে দ্রুততম ১৬৫ ইনিংসে ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন ওয়ার্নার। তার আগে এই রেকর্ড গড়তে কোহলি খেলেন ১৮৮ ইনিংস। ধাওয়ান এই কৃতিত্ব অর্জন করেন ১৯৯ ইনিংসে।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তিনি ২১৭ ইনিংসে ব্যাট করে ৫টি সেঞ্চুরি আর ৪৫টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৭২৭ রান সংগ্রহ করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম