Logo
Logo
×

খেলা

আইপিএল না খেলার কারণ জানালেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

আইপিএল না খেলার কারণ জানালেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। 

কিন্তু ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় আইপিএলে খেলার অনুমতি তথা এনওসি (অনাপত্তিপত্র) ইস্যুতে জটিলতায় পড়েন সাকিব। শেষমেশ আইপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। 

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আইপিএল ইস্যুতে কথা বলেন সাকিব। আইপিএলে না খেলায় মন খারাপ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, তা হয়নি। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল যেহেতু বিশ্বকাপের বছর; কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো…কি আর করার।’

আইপিএল না খেললে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন কিনা তাও রহস্যের মধ্যে রেখে দিলেন সাকিব। বললেন, ‘সেটা সময়ই বলে দেবে, দেখি।’

গত সোমবার জানা যায়, যেহেতু পুরো আসরে সাকিবকে পাচ্ছে না কলকাতা, তাই তাকে নাম সরিয়ে ফেলার অনুরোধ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর সেই আবেদনে সাড়া দিয়ে সাকিব নাম সরিয়ে নিয়েছেন।

সাকিবের না খেলার সিদ্ধান্তের কারণে তার বদলি হিসেবে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা। যার এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

সাকিব না খেললেও কলকাতার জার্সিতে দেখা যাবে ওপেনার লিটন কুমার দাসকে। দুই-এক দিনের মধ্যেই আইপিএল খেলার উদ্দেশ্যে তার দেশ ছাড়ার কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম