আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিকুর রহিম। দুই ইনিংস মিলে ১৭৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আগে ব্যাট করে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে তাইজুল শিকার করেন সর্বোচ্চ ৫ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ফিফটিতে ভর করে ১৫৫ রানের লিড নিয়ে ৩৬৯ রানে থামে বাংলাদেশ। দলের হয়ে ১৬৬ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে ১২৬ রান করেন মুশফিক।
এছাড়া ৯৪ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ৮০ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন মিরাজ। ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন লিটন কুমার দাস।