Logo
Logo
×

খেলা

ব্রাজিলকে তিনে নামিয়ে শীর্ষে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম

ব্রাজিলকে তিনে নামিয়ে শীর্ষে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাংকিংয়ে। ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বৃহস্পতিবারম ফিফা নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। আর্জেন্টিনার মতো একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স। আর দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে এবং লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। তারই প্রতিফলন ঘটেছে র‌্যাংকিংয়ে। 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায় ফ্রান্স। র‌্যাংকিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ আগের মতোই ১৯২ নম্বরে রয়েছে। গত মাসে তারা সিলেটে সেশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে প্রথমটিতে ১-০ গোলে জেতে এবং দ্বিতীয়টিতে হেরে যায় একই ব্যবধানে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম