Logo
Logo
×

খেলা

আইপিএলে পাওয়া চোটে বিশ্বকাপ নিয়ে শঙ্কিত উইলিয়ামসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

আইপিএলে পাওয়া চোটে বিশ্বকাপ নিয়ে শঙ্কিত উইলিয়ামসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে খেলতে গিয়ে চোটাক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। 

হাঁটুর চোট সারাতে উইলিয়ামসনকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। অস্ত্রোপচার করার অর্থ হচ্ছে নিশ্চিতভাবেই কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকা। 

শোনা যাচ্ছে- অস্ত্রোপচার করার পর কমপক্ষে পাঁচ-ছয় মাস লাগবে সুস্থ হতে। যদি তাই হয় অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যাবে উইলিয়ামসনের।

তার চোটে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও বেশ চিন্তিত। তবে টুর্নামেন্টের আগে সুস্থ হওয়ার আশা করছেন কিউই ব্যাটসম্যান। 

তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই এমন চোট হতাশার; কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার ও পুনর্বাসন শুরুর দিকে। এতে কিছুটা সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে যা যা করা উচিত তার সবকিছুই করব আমি।

গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। কিউই ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসন অস্ত্রোপচার করাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম