আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরা হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের সাথে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং নেপালের আসিফ খান।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে চার উইকেট শিকার করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাকিব।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পেছনেও সাকিবের অবদান অনস্বীকার্য। প্রতি ম্যাচেই উইকেট নেন তিনি। সাথে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দেখা মেলে সাকিবের আরো রুদ্রমূর্তির। প্রথম ওয়ানডেতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব।
এছাড়া টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫ উইকেট নেন বাঁহাতি এই অলরাউন্ডার। সবমিলিয়ে মার্চে ১২ ম্যাচে ৩৫৩ রান করার পাশাপাশি বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন সাকিব। যা তাকে এনে দিতে পারে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি।