Logo
Logo
×

খেলা

টেস্ট দলের অনুশীলনে নেই সাকিব

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৯:০২ পিএম

টেস্ট দলের অনুশীলনে নেই সাকিব

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রোববার সকালে অনুশীলন করেছে আইরিশরা। সকালে তাদের অনুশীলনে ব্যস্ততা ছিল বেশ। নেটে লম্বা সময় কাটিয়েছেন তারা।

একই দিন দুপুরে অনুশীলন করে বাংলাদেশ দলও। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে উইকেট দেখেছেন তামিম ইকবাল। ড্রেসিংরুমে ক্রিকেটারদের নিয়ে ছোটখাটো একটা বৈঠকও সেরেছেন কোচ। এতে অবশ্য ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।

টেস্ট দলে ফেরা তামিম, শরীফুল ইসলামদের সঙ্গে সেখানে দেখা গেল ‘টেস্ট বিশেষজ্ঞ’ মুমিনুল হককে। শুধু দেখা মিলল না সাকিব আল হাসানেরই। জানা গেছে, বাংলাদেশ অধিনায়ক অনুশীলনে আসেননি, টিম হোটেলে বিশ্রাম নিচ্ছেন তিনি।

আইপিএলে দল পাওয়া সাকিব ও লিটনকে নিয়েই শনিবার টেস্টের দল ঘোষণা করে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট নাকি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল- সাকিব ও লিটনের পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত শনিবার নিশ্চিত হয়, টেস্ট খেলবেন তারা।

গত ৩১ মার্চ চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাকিব। রোববার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচও খেলেন সাকিব। 

ব্যাটিংয়ে ৯ বলে ৫ রান করার পর বোলিংয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন। মোহামেডান ম্যাচটি জেতে ২২ রানে।  

২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এবারের টেস্টটি দুই দলের মধ্যে এ সংস্করণে প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়েই ২০১৯ সালের পর টেস্ট ক্রিকেটে ফিরছে আয়ারল্যান্ড।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম