Logo
Logo
×

খেলা

আফগানদের গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৫৯ পিএম

আফগানদের গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ যুব দল।

সিরিজের শেষ ম্যাচে মাহফুজুর রহমানের স্পিনে কুপোকাত আফগানিস্তান। বাঁহাতি এই স্পিনার শিকার করেন ৬ উইকেট। 

পরে ব্যাটসম্যানদের নৈপুণ্যে অনায়াস জয়ে সিরিজ নিশ্চিত করে  বাংলাদেশ। 

বৃহস্পতিবার আবু ধাবির টলেরেন্স ওভালে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আফগানদের ১৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে ২৩.২ ওভারেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

ফাইনালের নায়ক মাহফুজ ১০ ওভারে স্রেফ ২৯ রান দিয়ে নেন ৬ উইকেট।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে ৬ উইকেটের স্বাদ পেলেন তিনি। ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আফগান যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন হারুন। ২৭ রান করেন খালিদ। বাংলাদেশ দলের হয়ে মাহফুজুর রহমান ১০ ওভারে মাত্র ২৯ রানে ৬ উইটে শিকার করেন। 

টার্গেট তাড়া করতে নেমে ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ যুব দল। দলের জয়ে ৪৩ রান করেন রিজওয়ান, ৩৫ রান করেন জিসান, আরিফুল করেন ২২ রান। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম