Logo
Logo
×

খেলা

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে যা বললেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১১:১০ পিএম

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে যা বললেন লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি ২০তে বুধবার ১৮ বলে ৫০ রান করেন লিটন দাস, যা দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।

আরেকটু ধৈর্য ধরে খেললে সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন। রান নিতে তাড়াহুড়ো করায় সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন বলে মনে করেন এই ওপেনার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবে লিটন বলেন, আমার মনে হয় একটু বেশি তাড়াহুড়ো করছিলাম। মাঝখানে স্পিনাররা খুবই ভালো বল করেছে। উইকেটও সাহায্য করছিল তাদের। একটু সময় নিয়ে যদি ওদের পেস বোলারদের খেলতাম তাহলে ৮৩র জায়গায় ১০০ হতে পারত। দ্রুততম ফিফটি করতে পারায় ভালো লাগছে। ১০০ হলে আরও ভালো লাগত।

দল সেরা ফর্মে রয়েছে জানিয়ে লিটন বলেন, আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব বিভাগে। এরচেয়ে ভালো ক্রিকেট খেলা যায় কি না আমি জানি না। অবশ্যই আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে।

ধারাবাহিকতা ধরে রাখলে ফল আমাদের পক্ষেই আসবে কিন্তু এরচেয়ে ভালো ক্রিকেট আশা করাও কঠিন। প্রতিদিন টি-টোয়েন্টি খেলতে নেমে পাওয়ার প্লেতে ৭০-৮০ করতে পারবেন না। এরচেয়ে কমও যদি করতে পারি, ৬০ করতে পারলেও সেটা অনেক ভালো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম