আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন রনি তালুকদার। এদিন ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে প্রথম ফিফটি তুলে নেন তিনি।
৩৮ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি।
৬৭ রানের ইনিংস খেলার পথে ওপেনার লিটন দাসের সঙ্গে ৪৩ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েন রনি। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৯ বলে ২৭ আর তৃতীয় উইকেটে শামিম হোসেনের গড়েন ২২ বলে ৩৬ রানের জুটি।
রনির ৩৮ বলের ৬৭ আর লিটন দাসের ২৩ বলের ৪৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে বৃষ্টি শুরুর আগে ২০৭/৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রান তাড়ায় ৮১/৫ রান তুলতে পারে আয়ারল্যান্ড। ২২ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।
দলের জয়ে ৩৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে খেলে ম্যাচ সেরা হন রনি তালুকদার। ২০১৫ সালের ৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অভিষেক হয় রনির। প্রথম ম্যাচে ২২ বলে ২১ রান করার পর দল থেকে বাদ পড়ে যান রনি।
সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ৮ বছর পর জাতীয় দলে ডাক পান তিনি। ৯, ১২ ও ১৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ১৪ বলে ২১, ১৪ বলে ৯ আর ২২ বলে ২৪ রান করে আউট হন রনি।
নিজের খেলা প্রথম চার ম্যাচে ২১, ২১, ৯ ও ২৪ রানে আউট হওয়া রনি সোমবার ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে ৬৭ রান করে দলের জয়ে অবদান রেখে হন ম্যাচ সেরা।