Logo
Logo
×

খেলা

শ্রীলংকাকে ৭৬ রানে গুঁড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের রেকর্ড জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৯ পিএম

শ্রীলংকাকে ৭৬ রানে গুঁড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের রেকর্ড জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ছাড়পত্র নেওয়ায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি ও মিচেল স্যান্টনাররা। 

অবশ্য এই তারকাদের ছাড়াও শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৯৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। 

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৭৪ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে ৪৯ বলে ৫১, ৫২ বলে ৪৯ আর ৫৮ বলে ৪৭ রান করে করেন ফিন অ্যালান, রাচিন রবিন্দ্র ও ড্ররেল মিচেল। 

টার্গেট তাড়া করতে নেমে হেনরি শিপলির গতির মুখে পড়ে ১৯.৫ ওভারে মাত্র ৭৬ রানেই অলআউট হয় শ্রীলংকা।

লংকানদের বিপক্ষে রেকর্ড ১৯৮ রানের জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৭ ওভারে মাত্র ৩১ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন শিপলি। 

এর আগে ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে ডানেডিনে সর্বোচ্চ ১২০ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। 

শনিবার লংকানদের হারিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় নিউজিল্যান্ড।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম