Logo
Logo
×

খেলা

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন বাবর আজম 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৮:১৫ পিএম

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন বাবর আজম 

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। মাতৃভূমির হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে এখন এ পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি।

বৃহস্পতিবার পাকিস্তান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাবর আজম এ সম্মাননা গ্রহণ করেন। লাহোরের গভর্নর হাউজে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

লাহোরের গভর্নর বালিগুর রহমান বাবর আজমকে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননা মেডেল পরিয়ে দেন।

গত বছরের ১৪ আগস্ট এ পুরস্কারের জন্য বাবর আজমের নাম ঘোষণা করে পাকিস্তান সরকার।
এতদিন ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার ছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

এর আগে দেশটির চারজন অধিনায়ক এ পুরস্কার জিতেছেন। তারা হলেন- মিসবাহ-উল হক, ইউনিস খান, শহীদ খান আফ্রিদি ও সরফরাজ আহমেদ।

এছাড়াও পাকিস্তান ক্রিকেটে অসাধারণ অবদান রাখায় মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামামুল হক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম