Logo
Logo
×

খেলা

মাহে রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম

মাহে রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ

ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এ মাস উপলক্ষ্যে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল। সঙ্গে প্রার্থনার ইমোজি দেওয়া হয়েছে। 

হ্যাশ ট্যাগে রমজান কারিম দিয়ে লেখা হয়েছে, আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এ পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে। 

রিয়াল মাদ্রিদে দুজন মুসলিম ফুটবলার আছেন। এর মধ্যে একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেনজেমা, অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম