Logo
Logo
×

খেলা

ইস্তানবুল ক্রিকেট ক্লাবে খেলছেন বাংলাদেশি শিক্ষার্থী

Icon

শিপন হাবীব

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

ইস্তানবুল ক্রিকেট ক্লাবে খেলছেন বাংলাদেশি শিক্ষার্থী

ইস্তানবুল ক্রিকেট ক্লাবের হয়ে ইউরোপিয়ান ক্রিকেট লিগ খেলতে স্পেন গেছেন বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল। এই প্রথম কোনো বাংলাদেশি তুরস্কের হয়ে ইউরোপিয়ান ক্রিকেট লিগ খেলতে যাওয়ার সুযোগ অর্জন করেছেন। 

সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে যুগান্তরের সঙ্গে কথা বলেন ক্রিকেটার ফয়সাল আলম। 

ফয়সাল আলম তুরস্কে মাস্টার্স করছেন। পড়াশোনা আর গবেষণা তার প্রধান কাজ হলেও খেলাধুলাতে অসামান্য নৈপুণ্য ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন শৈশব থেকেই। লক্ষ্মীপুরের কৃতী সন্তান ফয়সাল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াকালীন তুখোড় পেসার হিসেবে আন্তঃডিপার্টমেন্ট টুর্নামেন্টে নিয়মিতই খেলতেন। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও টুর্নামেন্টে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ লাভসহ অসংখ্য ট্রফি ও ক্রেস্ট জিতেন এ পেসার। 

খেলাধুলা ছাড়াও বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে সংগীতে মাতিয়ে তোলা ফয়সাল আলম কিন্তু কোনোভাবেই তার লক্ষ্য থেকে পিছপা হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০১৮ সালের শেষ নাগাদ উচ্চতর গবেষণার অংশ হিসেবে তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে দ্বিতীয় মাস্টার্স করার জন্য ইস্তানবুলের মারমারা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি বিভাগে ভর্তি হন। 

ভাষা শেখা, বিভাগীয় ক্লাসে অংশগ্রহণ ও অভিসন্দর্ভ লেখার পাশাপাশি ২০১৯ সাল থেকেই যুক্ত রয়েছেন ইস্তানবুল ক্রিকেট ক্লাবের সঙ্গে। ঘরোয়া লিগগুলোতে ধারাবাহিকভাবে নিজের ও দলের অবস্থান ধরে রেখে অনেক প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে এ বছর জায়গা করে নিয়েছেন তুরস্কের হয়ে স্পেনের মালাগাতে অনুষ্ঠিত ইউরোপিয়ান ক্রিকেট লীগ ২০২৩-এ খেলতে যাওয়া ইস্তানবুল কেএসকে-তে। 

গত ১৫ মার্চ তিনি ইস্তানবুল থেকে স্পেনে গিয়ে পৌঁছান। বৃহস্পতিবারের গ্রুপ পাঞ্জাব লায়ন্স নিকোসিয়ের বিপক্ষে জয়লাভের পর শুক্রবার আয়ারল্যান্ডের `সায়মন`-এর বিপক্ষে আবারও ফয়সাল আলমের ইস্তানবুল কেএসকে ৬ রানে জয়লাভ করে।

ফয়সাল যুগান্তরকে জানান, বাংলাদেশ সবসময় তার হৃদয়ে থাকে। লাল-সবুজ পতাকা তার শক্তি। ইস্তানবুল কেএসকের হয়ে খেললেও মনটা পুরোই লাল-সবুজের। এটা আমার গর্ব, আমি ইস্তানবুলে পড়াশোনার সঙ্গে ইস্তানবুলের হয়ে ক্রিকেট খেলছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম