Logo
Logo
×

খেলা

বাবরের সঙ্গে আগ্রাসী মনোভাব, যা বললেন আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৮:৩৮ পিএম

বাবরের সঙ্গে আগ্রাসী মনোভাব, যা বললেন আমির

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে করাচি কিংসের হয়ে খেলছেন তারকা পেসার মোহাম্মদ আমির। আর পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের এ সময়ের সেরা ক্রিকেটার ও অধিনায়ক বাবর আজম।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পিএসএলের ম্যাচে মুখোমুখি হয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংস। সেই ম্যাচে জালমির অধিনায়ক বাবর আজমকে বল করে নিজের বলে নিজেই ফিল্ডিং করেন আমির। বলটি হাতে নিয়েই ব্যাটসম্যান বাবর আজমের দিকে তেড়েফুঁড়ে মারার চেষ্টা করেন আমির। তার এমন আগ্রাসী মনোভাব দেখে অনেকেই হতাশ হয়েছেন। একজন পাকিস্তানি আরেকজন পাকিস্তানির সঙ্গে এভাবে রূঢ় মেজাজ দেখাবে তা ক্রিকেটীয় ভদ্রতায় পড়ে না। 

দেশের হয়ে ৬১ ওয়ানডে, ৫০ টি-টোয়েন্টি আর ৩৬ টেস্টে অংশ নিয়ে ২৫৯ উইকেট শিকার করেন আমির। 

মেজাজ হারানো প্রসঙ্গে আমির বলেন, ক্রিকেট খেলায় এটা প্রয়োজন। আপনি বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে সব সময় সেরাটা দিতে চাইবেন এবং বোলারের জন্য আগ্রাসন প্রয়োজন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাটার বনাম বোলারের প্রতিদ্বন্দ্বিতা সমর্থকদের জন্য উপভোগ্য হয়। 

এর আগে পাকিস্তানের একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আমির বলেন, বাবর আজমের বিরুদ্ধে কোলিং করা আর টেইলেন্ডারের বিপক্ষে বোলিং করা একই কথা। 

আমির বলেন, আমি ব্যক্তিগতভাবে এ ধরনের চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, কারণ এতে আমার আত্মবিশ্বাস বাড়ে। আমার কাজ হলো উইকেট শিকার করা। দলের হয়ে জন্য ম্যাচ জেতা, তাই আমার জন্য বাবর আজম বা ১০ নম্বর পজিশনে কে ব্যাট করতে নামল তা দেখার বিষয় না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম