ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে সাকিব আল হাসান বলেন, , এই সিরিজে আমরা সত্যিই ভালো করেছি। বিশেষ করে ফিল্ডিং হয়েছে অসাধারণ, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
মিরপুরে সাকিব বলেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই জয়ে নতুন পথচলার সূচনা হতে পারে। অননুমেয় উইকেটে আমরা খুবই ভালো ব্যাটিং করেছি। আমরা আসলে জানতাম না যে, এখানে ভালো স্কোর কত হতে পারে।
সাকিব বলেন, লিটন ও রনি (৪৫ বলে ৫৫ রানের জুটি) ভালো শুরু এনে দিয়েছে। শেষটা করেছে শান্ত। পরে ইংল্যান্ডের দুই সেট ব্যাটার পরপর দুই বলে ফিরে গেলে ম্যাচের মোড় ঘুরে যায় পুরোপুরি।
বোলিংয়ে মোস্তাফিজ ছিল অসাধারণ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি চ্যালেঞ্জ। টি ২০তে বেশ ভালো দল আয়ারল্যান্ড।