Logo
Logo
×

খেলা

২ বলে মালান-বাটলারকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৬:০২ পিএম

২ বলে মালান-বাটলারকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি

ডেভিড মালান ও জস বাটলারকে আউট করে স্বস্তি বাংলাদেশ দলে। ১৫৯ রান তাড়ায় ৫ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে ছিল ইংল্যান্ড। 

হোয়াইটওয়াশ এড়াতে নেমে দলকে খেলায় ফেরাতে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড মালান ও জস বাটলার। দ্বিতীয় উইকেটে এই জুটি ৯৫ রান যোগ করেন।

এরপর মোস্তাফিজুর রহমানের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন ৪৭ বলে ৫০ রান করা মালান। তার বিদায়ে ১৩.১ ওভারে ১০০ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

ওভারের দ্বিতীয় বলে মেহেদি হাসান মিরাজের থ্রোতে বাটলারের স্টাম্প ভেঙে যায়। ৩১ বলে ৪০ রানে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক। 

পরপর দুই বলে ডেভিড মালান ও জস বাটলার আউট হওয়ায় খেলা ফেরে বাংলাদেশ। হারতে বসা ম্যাচে আবারও জয়ের স্বপ্ন দেখা শুরু হয়।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে স্বাগতিক বাংলাদেশ।

দলের হয়ে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে দুটি ছক্কা আর এক চারের সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। 

এছাড়া ২২ বলে তিন বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম