হোয়াইটওয়াশ এড়াতে ১৫৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে ছিল ইংল্যান্ড ক্রিকেট দল।
প্রথম ওভারে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড মালান ও জস বাটলার।
এই জুটি ইতো মধ্যে
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ১০০ রান। ৫৩ ও ৪০ রানে ব্যাট করছেন মালান ও বাটলার।
জয়ের জন্য ৪২ বলে ৫৯ রান করতে হবে ইংল্যান্ডকে।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে স্বাগতিক বাংলাদেশ।
দলের হয়ে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে দুটি ছক্কা আর এক চারের সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া ২২ বলে তিন বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব।