জোফরা আর্চারের বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে আউট হওয়ার ভয়ে ছিলেন রনি তালুকাদার। বলটি ফ্লাড লাইটের উপরে উঠে যায়।
আগের ম্যাচে ইংল্যান্ড দলে অভিষেক হওয়া লেগ স্পিনার রেহান আহমেদ ক্যাচটি লুফে নিতে পারেননি। বলটি তার হাত ফসকে বের হয়ে যায়।
১৪ বলে ১৮ রানে নতুন লাইফ পাওয়া রনি ইনিংসটা বড় করতে পারলেন না। অবশেষ ফেরেন ২২ বলে ২৪ রান করে। তার বিদায়ে ৭.৩ ওভারে ৫৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।
আজকের ম্যাচ ইংল্যান্ডের মান রক্ষার ম্যাচ। আজ হেরে গেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে তারা।
বাংলাদেশে এবারের সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।