Logo
Logo
×

খেলা

হাসান আলির স্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্যে বিপাকে ধারাভাষ্যকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:১৮ পিএম

হাসান আলির স্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্যে বিপাকে ধারাভাষ্যকার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানের ম্যাচ চলছিল। ম্যাচটিতে ইসলামাবাদ হারিয়ে দেয় মুলতানকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ডুল। ইসলামাবাদ দলের ডাগ আউট এবং সমর্থকদের টিভিতে দেখানো হচ্ছিল।  


পাকিস্তানের পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজুকে তখন দেখানো হয়। স্বামীর দল ইসলামাবাদের জার্সি পরেছিলেন সামিয়া। সেই সময় ডুল বলেন, ‘উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন উনি। দুর্দান্ত। অপূর্ব। জয়টাও দুর্দান্ত। 


ডুলের এ মন্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি দেখার পর অনেক পাকিস্তানি দাবি করেন, এমন মন্তব্য কোনোভাবেই প্রশংসাসূচক নয়। বরং সামিয়ার প্রতি অশালীন ইঙ্গিত করেছেন। 

আবার অনেকের দাবি, ডুলের মন্তব্যের মধ্যে একপ্রকার লালসা রয়েছে। একজন লিখেছেন— একজন সাবেক ক্রিকেটার হয়ে আরেক ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি।
পিএসএলে গত মঙ্গলবার মুলতান সুলতানের দেওয়া ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য ২ উইকেট আর ১ বল বাকি হাতে রেখে টপকে যায় হাসানের ইসলামাবাদ ইউনাইটেড। দুর্দান্ত জয়ের পর উদ্‌যাপন করতে থাকেন ইসলামাবাদের খেলোয়াড়রা।

সে সময় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় হাসানের স্ত্রী সামিয়াকে। জয়ের আনন্দে মেতে উঠতে দেখা যায় তাকেও। ঠিক সেই মুহূর্তে ওই মন্তব্য করেন ডুল। সঙ্গী ধারাভাষ্যকাররা তার কথা শুনে হাসতে শুরু করেন।


৫৩ বছর বয়সি ডুল পুরো বিষয়টি নিছক মজার ছলে করলেও অনেক ক্রিকেটপ্রেমী তা মেনে নিতে পারেননি। সম্প্রতি বাবর আজমের ব্যাটিংয়েরও কড়া সমালোচনা করেছেন ডুল।
২০১৯ সালে ভারতের হরিয়ানার মেয়ে সামিয়া আরজুকে বিয়ে করেন হাসান আলি। সামিয়া পেশায় উড্ডয়ন প্রকৌশলী। হাসান পাকিস্তানি আর সামিয়া ভারতীয় হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম