পিএসজিতেই থাকতে চান মেসি, নতুন চুক্তি নিয়ে নানা শর্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম
লিওনেল মেসিকে টপকানোর চেষ্টা করছেন এমবাপ্পে। শুধু তাই নয়, চাইছেন সব আর্জেন্টাইনকে ছাড়িয়ে যেতে। এ খবর শোনার পর নিজেকে আরও শক্তভাবে প্রস্তুত করতে শুরু করেছেন লিওনেল মেসি।
প্যারিসের ক্লাবের সঙ্গে তিনিও দর বাড়াতে শুরু করেছেন। এমবাপ্পে যদি রাজা হয়ে উঠতে চান, তা হলে মেসিও যে সাধারণ প্রজার মতো বসে থাকবেন না, এটি এখনই বলে দেওয়া যায়।
মেসির জীবনী যিনি লিখেছেন, সেই গিলেম বালাগ পিএসজির সঙ্গে আর্জেন্টিনার ফুটবলারের চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন।
তার দাবি, মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি ডিরেক্টর লুই কাম্পেসোর কথাবার্তা চলছে। মেসি যে পিএসজিতেই থাকতে চান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু চুক্তি সই করার আগে অনেক শর্ত চাপাতে চলেছেন তিনি। তার মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে, যেগুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে।
বালাগের দাবি, যদি এমবাপ্পে ক্লাব ছাড়েন, যদি কাতার আর পিএসজিতে বিনিয়োগ না করে বা আর্থিক কারণে পিএসজি যদি মেসি বা অন্য কোনো ফুটবলারকে বিক্রি করে, তার প্রতিফলন কী হতে পারে, এসবই আগে জেনে নিতে চাইছেন মেসি। তার পরেই চুক্তিতে সই করবেন।
বালাগ এটাও জানিয়েছেন, চুক্তি নিয়ে কথা চলছে মানেই মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। যার সঙ্গে কথা চলছে, সেই কাম্পোসই হয়তো ক্লাব ছাড়তে পারেন। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কাতারের মালিকরা কী বলছেন, তার ওপরেও অনেক কিছু নির্ভর করছে।