ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ক্রিকেট দল। গত বছরের ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতে নেয় ইংল্যান্ড।
বিশ্বকাপ জয়ের চার মাস পর বাংলাদেশের বিপক্ষেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস।
তিনি বলেন, আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন এটা আরেকবার দেখানোর সুযোগ এটি। বিশ্বকাপের পর আমরা এখনো কোনো সিরিজ খেলিনি। এ ধরনের কন্ডিশনে আমাদের খেলতে হবে, এটার অন্যরকম রোমাঞ্চ আছে। ঘরের মাঠে বাংলাদেশও ভালো দল। রোমাঞ্চকর এক সিরিজই হবে।
সফরের শুরুতেই বাংলাদেশের কন্ডিশনের চ্যালেঞ্জ সামলে ভালো খেলার বার্তা দিয়েছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার। ওয়ানডে সিরিজ (২-১) জয়ে তারা সেটি প্রমাণ করেছেও। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলটির তারকা পেসার ক্রিস ওকস বলেন, উইকেট দেখে মনে হয়েছে কঠিন হবে। তবে আমরা খেলার জন্য মুখিয়ে আছি।
তিনি আরও বলেন, উইকেট সম্ভবত মন্থরই হবে। আর খেলাও শুরু হবে একটু আগে (৩টায়)। সেক্ষেত্রে শিশির থাকবে না। স্পিনাররা এখানে সুবিধা পাবে। তবে পেসার হিসেবে আমাদের হয়তো বৈচিত্র্যে মন দিতে হবে। স্টাম্প বরাবর বল করতে হবে। গতির পরিবর্তন...স্লোয়ার, স্লোয়ার বাউন্সার-এসব কাজে লাগাতে হবে।
প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে ইংলিশ তারকা বলেন, ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। ওয়ানডেতে তো দেখলেন, বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জটা সব সময়ই কঠিন। আমরা ২-১ সিরিজ জিতেছি। টি-টোয়েন্টিতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।