মুশফিকের পর বোল্ড মাহমুদউল্লাহও। ছবি: সংগৃহীত
একটু আগেই ডাউন দ্য গ্রাউন্ডে এসে ছক্কা মেরেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু এর পর পরই ফিরে গেলেন। তার আগে মুশফিককে হারায় বাংলাদেশ।
বড় লেগ স্পিনিং ডেলিভারির পর সোজা করেছিলেন আদিল রশিদ। কিন্তু মাহমুদউল্লাহ সেটি মিস করে গেছেন। ফলে মুশফিকের পর মাহমুদউল্লাহও বোল্ড হয়ে ফিরে গেলেন। ৯ বলে ৮ রান করেই থামতে হলো তাকে।
এর আগে রশিদের ফুললেংথের বলে সোজা খেলেছিলেন মাহমুদউল্লাহ, যা আঘাত করে বোলার প্রান্তের স্টাম্পে। রশিদের বুট ছুঁয়ে স্টাম্পে গেলে আউটও হতে পারতেন সাকিব। আবেদনও করেছিলেন বোলার। তবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান আল্ট্রা-এজের মাধ্যমে নিশ্চিত হন যে, স্টাম্পে আঘাত করার আগে রশিদের বুটে স্পর্শ করেনি বল।
তার আগের বলটি অফ স্টাম্প লাইনে পড়ে ঘুরেছিল বেশ, লেগ স্পিনিং ডেলিভারিটি জায়গা বানিয়ে খেলতে গিয়ে নাগাল পাননি মুশফিক। পরের বলটি পড়ল কাছাকাছি লাইনে, এবার ঢুকল ভেতরের দিকে। সুইপের চেষ্টায় ব্যর্থ মুশফিক, আদিল রশিদের গুগলিতে হলেন বোল্ড। ৯৩ বলে ৭০ রান করে চলে যান মুশফিক।