Logo
Logo
×

খেলা

নারী আইপিএলে নতুন রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৭:৪৮ পিএম

নারী আইপিএলে নতুন রেকর্ড

নারীদের আইপিএলের দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়ল দিল্লি ক্যাপিটালস।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ উইকেটে ২২৩ রানের পাহাড় গড়ে নতুন মাইলফলক স্পর্শ করে দিল্লি। এ দিন তারা জয় পায় ৬০ রানে। 

শনিবার ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসের বিপক্ষে ২০৭ রান করে ১৪৩ রানের বিশাল জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। 

রোববার মুম্বাইয়ের সেই (২০৭) রান টপকে নারী আইপিএলের দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ উইকেটে ২২৩ রানের পাহাড় গড়ে নতুন রেকর্ড গড়ে দিল্লি। 

দিল্লির হয়ে অধিনায়ক ম্যাগ লেনিং ৪৩ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। ৪৫ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৪ রান করেন শেফালি ভার্মা। ১৭ বলে তিন চার আর তিন ছক্কার সাহাযে ৩৯ রান করে অপরাজিত থাকেন মারিজান ক্যাপ। ১৫ বলে ২২ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেজ। 

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে সমর্থ হয় বেঙ্গালুরু। ৬০ রানের জয়ে মিশন শুরু করে দিল্লি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম