শুক্রবার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে হারার পর চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংকটে পড়েছে করাচি কিংস। দলটি জিততেও ভুলে গেছে।
পাকিস্তানের একটি টকশোতে এমন মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। এ সময় আজম খানের বেশ প্রশংসা করেন তিনি। খবর ক্রিকেট পাকিস্তানের।
রমিজ রাজা শুক্রবারের ম্যাচের ব্যাপারে বলেন- ধরুন- এই ম্যাচটির (ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস) কথাই যদি বলি, ঘরের মাঠে এই দলটি (করাচি কিংস) মাত্র ২০১ রান করেছে। ইতোপূর্বে কয়েকটি ম্যাচে হারার কারণে মূলত তাদের মনোবল নষ্ট হয়ে গেছে। এজন্যই তারা জিততেও ভুলে গেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডকে মাত্র ২০২ রানের টার্গেট দিয়েছে করাচি কিংস। বিপরীতে ২০৪ রান করে ৬ উইকেটে জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।