Logo
Logo
×

খেলা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৫ পিএম

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ মার্চ শুরু হতে যাচ্ছে। এই সিরিজ উপলক্ষ্যে সোমবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। অনলাইনে সুযোগ না থাকায় লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ক্রিকেট ভক্তদের।  

মোট ৫ ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।  টিকিট পাওয়া যাবে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। মিরপুর শেরেবাংলায় গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি ১০০০, ক্লাব হাউস ৫০০ টাকা, সাউথ স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

প্রসঙ্গত, ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এর পর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম