Logo
Logo
×

খেলা

শোয়েব আকতার বেশি ইনজেকশন নেওয়ায় হাঁটতে পারেন না: আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

শোয়েব আকতার বেশি ইনজেকশন নেওয়ায় হাঁটতে পারেন না: আফ্রিদি

সতীর্থ শোয়েব আকতার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শোয়েব আকতার খেলোয়াড়ি জীবনে বহু ইনজেকশন শরীরে নিয়েছেন। এ কারণে তার হাঁটতে সমস্যা হয়। খবর এনডিটিভির।

শহিদ আফ্রিদির ভাষ্য, দেখুন এটি হচ্ছে শোয়েব আকতারের শ্রেণি। তিনি ইনজেকশন নিতে পারে, এটি মোটেও সহজ কাজ নয়। সবাই শোয়েব আকতার হতে পারবে না। ইনজুরির সময় ইনজেকশন কিংবা ব্যথানাশক নিয়ে খেলা কঠিন। কারণ এতে আপনার বড় ধরনের ইনজুরিতে পড়ার শঙ্কা তৈরি হয়। যাই হোক শোয়েবকে তার মতো থাকতে দিন।

পেসারদের ইনজুরির সঙ্গে সংগ্রাম করে খেলতে হয়। যেমনটি হয়েছিল শোয়েবের ক্ষেত্রে। সম্প্রতি ভারতের ক্রিকেটার জাতপ্রিত বুমরা চোটের কারণে ছিটকে পড়েছেন দল থেকে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিও চোটে জর্জর, কিছুদিন পর পর দলের বাইরে যেতে হয়।

পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ঠিকমতো খেলতে পারছেন না শাহিন। তার বিষয়ে শোয়েবের মত চেয়েছিলেন আফ্রিদি। তার বিষয়ে শোয়েবের পরামর্শ ছিল, ইনজেকশন নিয়ে হলেও শাহিনের খেলে যাওয়া উচিত।

প্রসঙ্গত, ইনজুরির কারণে গত বছর এশিয়া কাপে খেলতে পারেননি শাহিন। অস্ট্রেলিয়ায় হওয়া টি-২০ বিশ্বকাপেও আশানুরূপ ফর্মে ছিলেন না বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এ বোলার। এ বছরের এশিয়া কাপ ও সামনের ওয়ানডে বিশ্বকাপের জন্য শাহিনের ফিট থাকা পাকিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম