২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। যে কারণে তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার হাথুরুসিংহের সহকারী কোচ হিসেবে দেশীয় কোচদের নিয়োগ দিতে চায় বিসিবি। সেজন্য বিজ্ঞাপন দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যারা আগ্রহী, সবাই আবেদন করবেন। আমরা এটাই চাই। এই পজিশনে হলে তো হলোই। না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দেব।
পাপন আরও বলেন, সাধারণত কোচ এলে আমার সঙ্গে দেখা হয়। সেটা হোটেলে কিংবা আমার বাসায়। আজ এখানে এলাম। কারণ বাকিদেরও এখানে পাব সেজন্য। আর কোচের সঙ্গে আলাপ হয়নি। কারণ সে মাত্র এসেছে। সেজন্য আমি তেমন কিছু জিজ্ঞেস করিনি; কিন্তু নির্বাচকদের সঙ্গে কথা বলে জানলাম, সে অনেকটা ধারণা নিয়ে এসেছে। কে কতবার কিভাবে আউট হয়েছে, সেটা নিয়েও নাকি কথা বলছিল সে।