Logo
Logo
×

খেলা

মিরপুরে রঙিন শুরু ‘সাদা’ হাথুরুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

মিরপুরে রঙিন শুরু ‘সাদা’ হাথুরুর

গায়ে সাদা টি-শার্ট। ছাই রঙা শর্টস। মাথায় সাদা ক্যাপ। চোখে রোদচশমা। সপ্রতিভ চন্ডিকা হাথুরুসিংহে মঙ্গলবার দুপুরে চিরচেনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন এই বেশে। তার আগেই ব্যাটিং কোচ জেমি সিডন্স ক্রিকেটারদের গা গরম করতে দৌড় শুরু করেছিলেন। 

প্রধান কোচ হাথুরু ‘প্রবেশ’ করতেই সব আলো কেড়ে নিলেন। সব ক্যামেরা তখন তার দিকে। আগের দিন রাতে বিমান থেকে নেমে গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে বলেছিলেন, ‘ফিরতে পেরে আমি খুব খুশি। বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এ জন্যই আবার ফিরে এসেছি।’ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের কোচ। 

সোমবার রাত ১০টা ২৬ মিনিটে ঢাকায় এসেছেন। ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু হয়েছে কাল। অবশ্য অনুশীলন ছিল ঐচ্ছিক। ভ্রমণ ক্লান্তির পর বিশ্রাম না নিয়ে চলে এলেন মিরপুরে।

বেলা সাড়ে ১১টার খানিক আগে মাঠে ঢুকেই পেছন দিক থেকে নাজমুল হোসেন শান্তর কাঁধে হাত রাখেন হাথুরু। শান্ত ফিরেই কিছুটা অবাক হন। তাদের মধ্যে টুকটাক কথা হয়। 
এর পর হাথুরুর দিকে এগিয়ে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইবাদত হোসেনকে দেখেই স্যালুট দিলেন এই শ্রীলংকান কোচ। বাংলাদেশি পেসারের উইকেট নেওয়ার পর যা ট্রেডমার্ক উদযাপন। বুঝিয়ে দিলেন বাংলাদেশ দলের সবাইকে তিনি হাতের তালুর মতো চেনেন। 
তাসকিনের সঙ্গেও কথা বললেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপরাশেনস ম্যানেজার শাহরিয়ার নাফীস।

এদিকে মিরপুর শেরেবাংলার উইকেটের দায়িত্বে প্রায় ১৪ বছর পার করেছেন গামিনি ডি সিলভা। তিনিও শ্রীলংকার। এই সময়ে অনেক কোচ আসা-যাওয়া করেছেন। 
কিন্তু গামিনি এক জায়গাতেই স্থির। স্বদেশি গামিনির সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল হাথুরুর। জয়ের জন্য উইকেট যে অন্যতম অস্ত্র, সেটা বুঝিয়েছিলেন তিনি। গামিনিকে জড়িয়ে ধরলেন। 
কথা বলতে বলতে চলে গেলেন উইকেটের কাছে। সেখানে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে কেমন উইকেট হবে, সেটি নিয়ে হয়তো টুকটাক কথা হলো। 

এরই মধ্যে উপস্থিত বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। এর পর হাথুরু গেলেন ইনডোরে। পাশের ইনডোরে কাজ চলছে সংস্কারের। হাথুরু দেখলেন সেটিও।

সব মিলিয়ে তার অধীনে ৫১ ওয়ানডে খেলে ২৫টিতে জয় পায় বাংলাদেশ। ২১ টেস্টে জয় ছয়টিতে। ১১ হারের বিপরীতে ড্র চারটি। ২৯ টি২০ ম্যাচ খেলে জয় ১০টিতে। কিছুটা বদল নিশ্চয়ই ধরা পড়েছে তার চোখে। 

নিজেরও যে কিছুটা বদল হয়েছে। চুলে পাক ধরেছে। আরও অভিজ্ঞ হাথুরু বাংলাদেশ দলকে কতটা পরিবর্তন করে এগিয়ে নিতে পারবেন সেটাই দেখার অপেক্ষা। 

আজ বসবেন বিসিবির কর্মকর্তাদের সঙ্গে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আগামীকাল মুখোমুখি হবেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম