Logo
Logo
×

খেলা

পাকিস্তানের ক্রিকেটারদের ধুয়ে দিলেন গাভাস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

পাকিস্তানের ক্রিকেটারদের ধুয়ে দিলেন গাভাস্কার

ভারতের ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের সাবেকদের নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। মিড ডে পত্রিকায় লেখা এক কলামে ভারতের কিংবদন্তি গাভাস্কার ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেকদের। 

সুনীল গাভাস্কার লিখেছেন, ‘এটা এখন প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে যে সীমান্তের ওপারের (পাকিস্তানের) কোনো সাবেক খেলোয়াড় ভারতের কোনো ক্রিকেটারকে বেছে নিয়ে বলবেন যে পাকিস্তানিরা তার চেয়ে ভালো। তারা জানে, ভারতের সমর্থকেরা তাদের মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। তারা সেটা করেও, পছন্দের খেলোয়াড়ের পক্ষ নেয়। আর এটা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্তের ওপারের সাবেক খেলোয়াড়দের অনুসারী বাড়ায়।’

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া গাভাস্কার আরও লেখেন, ‘ভারতের খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করে অনুসারীর সংখ্যা বাড়ানোর এ কৌশল তারা ব্যবহার করে। কিন্তু কেউ এগুলো পাত্তা দেয় না। আমার চেনাজানা কোনো ভারতীয় সীমান্তের ওপারের খেলোয়াড়দের নিয়ে কিছু বলে না। এটা আমাদের ধাতে নেই।’

৭৩ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার আরও লেখেন, ‘সীমান্তের ওপারের লোকেরা কী বলছে, তা যদি আমাদের অনলাইন সংবাদমাধ্যম এড়িয়ে যায়, তাহলে এমনিতেই এসব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের সংবাদমাধ্যমে নিজেদের খেলোয়াড়দের নিচু করলেও খবর ছাপবে।’ 

প্রসঙ্গত, সুনীল গাভাস্কার ভারতের হয়ে টেস্ট আর ওয়ানডে মিলে ২৩৩ ম্যাচে অংশ নিয়ে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ২১৪ রান সংগ্রহ করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম