Logo
Logo
×

খেলা

আফ্রিদির পরামর্শ উপেক্ষা, আমিরের অশ্লীল অঙ্গভঙ্গি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

আফ্রিদির পরামর্শ উপেক্ষা, আমিরের অশ্লীল অঙ্গভঙ্গি

জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্স করে একটা সময়ে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান মোহাম্মদ আমির; কিন্তু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মোহাম্মদ আসিফ, সালমান বাটের সঙ্গে স্পট ফিক্সিংয়ে জড়ান আমির। 

যে কারণে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরে দারুণ ছন্দেই ছিলেন এই তারকা পেসার। কিন্তু জাতীয় দলের প্রধান ও বোলিং কোচ মিসবাহ-উল-হক আর ওয়াকার ইউনুসের আচরণে ক্ষুব্ধ হয়ে ২০১০ সালের ১৭ ডিসেম্বর মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। 

জাতীয় দল থেকে অবসর নিলেও আমির জানিয়েছিলেন, কোচিং স্টাফে পরিবর্তন এলে তিনি জাতীয় দলে ফিরতে আগ্রহী। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিসবাহ-ওয়াকার পদত্যাগ করলে জাতীয় দলে ফিরতে আগ্রহ প্রকাশ করেন আমির; কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দলে ফেরাতে উদ্যোগ নেয়নি।

জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন আমির। পাকিস্তানের চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলছেন তিনি। 

রোববার করাচি কিংস মুখোমুখি হয় লাহোর কালান্দার্সের বিপক্ষে। সেই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৫ রান করে করাচি। টার্গেট তাড়ায় ১৭.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয় লাহোর। ৬৭ রানে জয় পায় করাচি। 

ম্যাচে ২ ওভারে মাত্র ১২ রানে লাহোরের ক্যারিবীয় তারকা শাই হোপের উইকেট শিকার করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন আমির। 

চলতি পিএসএলেই এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম বাউন্ডারি হাঁকালে তার ওপর ক্ষুব্ধ হন আমির। 

আমিরের এমন আচরণে হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তিনি আমিরকে পরামর্শ দিয়ে বলেছেন, কোনো খেলোয়াড় ভালো করলে অথবা প্রত্যাশিত পারফর্ম করতে না পারলে আমি তাকে বার্তা পাঠাই, পরামর্শ দেই। আমিরকেও আমি মেসেজ করেছিলাম। তাকে বলেছি, ‘তুমি কী চাও?’ তুমি এত সম্মান অর্জন করেছ, অথচ তোমার সাম্প্রতিক আচরণে সুনাম নষ্ট হচ্ছে। স্পট ফিক্সিং কাণ্ডে তোমার ক্যারিয়ারে দাগ পড়ে গিয়েছিল, সেখানে থেকে তুমি ভালোভাবেই ফিরে এসেছ। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি আরও বলেন, আপনার চারপাশে অনেক জুনিয়র আছে, আপনি খারাপ শব্দ ব্যবহার করছেন। এটা দেখে হতাশ ভক্তরাও। এমনকি আমরাও এমন বাজে শব্দ ব্যবহার করেছি এবং কখনো কখনো ক্যামেরা আমাদের ধরে ফেলত। পরিবার আছে, বাচ্চারা আপনাকে টেলিভিশনে দেখছে। আগ্রাসন ঠিক আছে, তবে নিয়ন্ত্রণে রাখুন।

আমিরের পক্ষ হয়ে পিএসএলে তার দলের অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেন, একজন ফাস্ট বোলারের আক্রমণাত্মক হওয়া উচিত। আমি মনে করি না যে সে ইচ্ছাকৃতভাবে কিছু করে, এটা উত্তপ্ত মুহূর্তে ঘটে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম