Logo
Logo
×

খেলা

বিপিএল ফাইনালে যে কারণে হারল সিলেট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ পিএম

বিপিএল ফাইনালে যে কারণে হারল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সিলেট। আগে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট। 

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কুমিল্লা। দলের জয়ে ৫২ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন জনজন চার্লস।

অথচ এই ক্যারিবীয় ব্যাটসম্যানের ৮ রানেই সাজঘরে ফেরার কথা ছিল। স্লগ সুইপে মিডউইকেটে ক্যাচ তুলেছিলেন জনসন চার্লস। সহজ ক্যাচই ছিল, তবে দুই দফা চেষ্টা করেও রাখতে পারেননি রুবেল হোসেন।

৮ রানে জীবন পেয়ে ম্যাচ জয়ী ইনিংস খেলেন চার্লস। তাকে ওই সময় সাজঘরে ফেরানো গেলে সিলেটের একটা সুযোগ থাকত! 

শুধু তাই নয়! শেষ ৪ ওভারে জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। সেই সময়েও ম্যাচে ছিল সিলেট।

কিন্তু ১৭তম ওভারে রুবেল হোসেনকে তিন ছক্কা আর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৩ রান আদায় করে নেন জনসন চার্লস ও মঈন আলী।

সেই ওভারে রুবেল ২৩ রান খরচ করায় ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় সিলেট। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। যেকারণে হেরে যায় মাশরাফিরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম