নাফিসা আপু একটু আবেগপ্রবণ মানুষ: ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পিএম

একটানা হেরে বিপর্যস্ত হলেও অধিনায়ক ইমরুলের চোখ থেকে কখনো ফাইনালের স্বপ্ন হারিয়ে যায়নি। তাইতো চেয়ারপারসন নাফিসা কামালকে দল নিয়ে চিন্তা করতে নিষেধ করেছিলেন।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছেন, কুমিল্লা তো প্রতিবারই শুরুর ম্যাচ হারে। গতবার শুধু ব্যতিক্রম হয়েছে। এছাড়া ইতিহাস খুঁজলে দেখা যাবে, প্রতিবারই প্রথম ম্যাচ হারে কুমিল্লা। নাফিসা আপু একটু আবেগপ্রবণ মানুষ। (হারলে) উনি মন খারাপ করেন।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা একদমই ভালো হয়নি। বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা হয় টানা তিন ম্যাচ হেরে। পরবর্তীতে যদিও দাপটের সঙ্গে খেলে সবার আগে ফাইনালে উঠেছে। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে টানা ১০ ম্যাচ জিতেছে কুমিল্লা। তবে শুরুটা বাজে হওয়ায় ভীষণ মর্মাহত হয়েছিলেন দলটির চেয়ারপারসন।
ইমরুল আরও বলেছেন, (হারের পর) আমরা নাফিসা আপুকে বলেছি যে, ‘মাত্র খেলা শুরু হয়েছে। ভয় বা ঘাবড়ানোর কিছু নেই। অনেক খেলা বাকি আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক নাটকীয়তা হয়। এটা নিয়ে টেনশনের কিছু নেই। দেখবেন আমরা দিন শেষে ফাইনালই খেলব।’ তো আল্লাহ্ পাকের রহমতে আমরা আবার ফাইনালে এসেছি।