শিরোপা কার হাতে উঠবে সালাউদ্দিন নাকি রাজিন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আজ। সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দল দুটি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স।
শিরোপা জয়ে শুধু খেলোয়াড়দের ভাগেই পুরো কৃতিত্ব যায় না। তাদের দিক-নির্দেশনা দিয়ে শৃঙ্খলার সঙ্গে শিরোপার পথে চালিত করার নেপথ্যের নায়ক তো দলীয় কোচ ও কর্মকর্তারা। প্রত্যেক ক্রিকেটারকে এক সুতোয় বাঁধতে এক্ষেত্রে কোচের অবদানই সবচেয়ে বেশি থাকে।
শিরোপা নির্ধারণী এ ম্যাচের আগে স্বভাবতই সবচেয়ে আলোচিত ইস্যু আসর সেরার ট্রফি এবার কার হাতে উঠছে! দলের গুরুত্বপূর্ণ তারকা ও অধিনায়কের পাশাপাশি আলোচনায় আছেন দুই কোচও। দুই দেশীয় কোচের কাঁধে অর্পিত হয়েছে কুমিল্লা ও সিলেটের পরিচালনার ভার। কুমিল্লার অগ্রভাগে আছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক ইমরুল কায়েস।
অন্যদিকে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন কোচ ও সাবেক দেশি ক্রিকেটার রাজিন সালেহ ও সফল টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।
এবারই প্রথম প্রধান কোচ হয়ে সিলেটকে ফাইনালের মঞ্চে তুলেছেন রাজিন সালেহ। যদিও দলীয় অধিনায়ক এর আগে ঢাকা, রংপুর এবং কুমিল্লার হয়ে শিরোপা জিতেছেন।
অন্যদিকে কুমিল্লার কোচ হলেও সালাউদ্দিন সাকিব-মাশরাফি সবারই গুরু। ফর্মহীনতা কিংবা দুশ্চিন্তার মাঝে তিনি তাদের সান্ত্বনা দিয়ে পাশে থাকেন। এই কোচ শুরু থেকেই আছেন কুমিল্লার সঙ্গে। দলটির হয়ে সালাউদ্দিন তিনবার শিরোপাও জিতেছেন। আর ইমরুল কায়েস কুমিল্লার হয়ে দুইবার দেখা পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ও সিলেট। খেলোয়াড়দের পাশাপাশি এই ম্যাচে তৈরি হতে যাচ্ছে সালাউদ্দিন-রাজিন দ্বৈরথ।