Logo
Logo
×

খেলা

তিন সংস্করণেই ভারত এক নম্বর  

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

তিন সংস্করণেই ভারত এক নম্বর  

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর দল এখন ভারত। আইসিসি ওয়ানডে ও টি ২০ র‌্যাংকিংয়ে শীর্ষেই ছিল রোহিত শর্মার দল। বুধবার প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে (১১১) টপকে চূড়ায় উঠে ইতিহাস গড়েছে ভারত (১১৫)। এই প্রথম একই সময়ে তিন সংস্করণের র‌্যাংকিংয়ে শীর্ষে তারা।

নাগপুরে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেরিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর সুবাদে এই কীর্তি গড়েছে ভারত। দাপুটে জয়ের তিন নায়কও পেয়েছেন পুরস্কার। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন দুই ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন। ২০১৭ সালের পর আবার শীর্ষে ওঠার হাতছানি এই অফ-স্পিনারের সামনে। চূড়ায় থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের (৮৬৭) সঙ্গে অশ্বিনের (৮৪৬) রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ২১।

চোট কাটিয়ে ফেরার ম্যাচে ভারতের আরেক স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বল হাতে সাত উইকেট নেওয়ার পাশাপাশি খেলেন ৭০ রানের দারুণ ইনিংস। এই পারফরম্যান্সে অলরাউন্ডারদের র‌্যাকিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি বোলারদের তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছেন জাবেদা। সেঞ্চুরির সুবাদে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (৮)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম