Logo
Logo
×

খেলা

মাশরাফি ‘ম্যাজিক’ নিয়ে যা বললেন কুমিল্লার অধিনায়ক

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

মাশরাফি ‘ম্যাজিক’ নিয়ে যা বললেন কুমিল্লার অধিনায়ক

বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হলেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অধিনায়ক হিসেবে সফল তিনি। 

মাশরাফির অধিনায়কত্বে বিপিএলের প্রথম দুই আসরে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তৃতীয় আসরে মাশরাফি ঢাকা ছেড়ে চলে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। বিপিএল তৃতীয় আসরে কুমিল্লাকে শিরোপা উপহার দেন তিনি।

পঞ্চম আসরে মাশরাফি খেলেন রংপুর রাইডার্সের হয়ে। সেই আসরে নতুন ফ্র্যাঞ্জাইজি রংপুরকে শিরোপা উপহার দেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা পেসার। 

বিপিএল নবম আসরে মাশরাফি খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। অতীতে চারবার ফাইনালে শিরোপা জেতায় অনেকেই বলছেন, মাশরাফির কাছে জাদুর ম্যাজিক রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএল নবম আসরের ফাইনাল। সিলেটের বিপক্ষে ট্রফির লড়াইয়ের আগের দিন বুধবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। 

এদিন মাশরাফির ম্যাজিক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ক্রিকেট খেলাটা আসলে দলগত খেলা, এখানে ম্যাজিক বলে কোনো কথা নেই। দলের একতা যদি ভালো থাকে, আপনার দল যদি ভালো খেলতে থাকে- তাহলে দলের ফলাফল সম্ভব। অনেকে অনেক বড়মাপের দল করেও কিন্তু ফলাফল আসে না। কারণ দলের মাঝের পরিবেশ ভালো থাকে না। মাঠে গিয়ে শুধু খেলতে হয়... দলের যে বন্ডিংটা এগুলো ঠিক থাকে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 

জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ইমরুল আরও বলেন, মাশরাফি ভাই যে দলেই খেলুক না কেন এই জিনিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। দলের সবাইকে নিয়ে থাকে, দলের একতাটা ভালো রাখে। আমরা চেষ্টা করি আমাদের দলের একতাটা ভালো রাখার। এটাই উনার হয়তো ম্যাজিক বলা যায়। উনি সবসময় তাদের তরুণ বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে থাকে। এই জিনিসটা উনি উপভোগ করেন। এটা হয়তো ভালো করার ম্যাজিক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম