Logo
Logo
×

খেলা

‘পিএসএলে কোহলিকে দেখতে চাই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪০ পিএম

‘পিএসএলে কোহলিকে দেখতে চাই’

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক একের পর এক (৭৪টি) সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কোহলি শততম সেঞ্চুরির রেকর্ড গড়া  কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন।

ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির বিশ্ব জুড়ে ভক্ত-সমর্থক রয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানেও তার ভক্তের সংখ্যা কম নয়। 

যদিও রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের  সম্পর্ক আদায় কাঁচাকলায়। এ কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগ ধরে। বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া দুই দলের দেখা সাক্ষাৎ হচ্ছে না। 

ভারত-পাকিস্তান যেহেতু একে অন্য দেশে সফরে যাচ্ছে না, সেখানে ভারতীয় তারকার পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা তো স্বপ্নের মতো! তাছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের কোনো তারকা ক্রিকেটারকে বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না। 

এমনটি জানার পরও পাকিস্তানে সোমবার থেকে পাকিস্তানের মুলতানে শুরু হওয়া পিএসএলের নবম আসরের প্রথম ম্যাচে কোহলি ভক্তরা গ্যালারিত উপস্থিত হয়েছেন, কোহলিকে পিএসএলে দেখতে চাই; এমন প্লেকার্ড নিয়ে। 

এদিন মুলতান স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতানকে ১ রানে পরাজিত করে। 

এই ম্যাচে পাকিস্তানের এক ক্রিকেট ভক্ত প্লেকার্ডে লিখে নিয়ে এসেছেন, ‘আমি পিএসএলে বিরাট কোহলিকে দেখতে চাই।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম