পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত শাদাব খান। এ কথা জানিয়েছেন দলটির পেসার হাসান আলি।খবর ক্রিকেট পাকিস্তানের।
গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসান আলির দাবি, শাদাব খান যেকোনো সময় যেকোনো চ্যালেঞ্জ মোবাকিলার জন্য প্রস্তুত আছেন।
তিনি বলেন, শাদাব খান ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলে নিজেকে প্রমাণ করেছেন। আমি মনে করি, এখন তিনি জাতীয় দলেও দায়িত্ব পালন করতে পারবেন। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি তা দক্ষতার সঙ্গে পালন করবেন।
এ সময় হাসান আলি আরও বলেন, দায়িত্ব পেলে শাদাব খান তার সর্বোচ্চটুকু দিয়েই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে হেরে সম্প্রতিব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম।
এদিকে অতি সম্প্রতি কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হেরেছে বাবরের দল।এ কারণে বাবরের ওপর চাপ আরও বেড়েছে।
ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে বাবর আজমকে সরিয়ে দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিপ্রেক্ষিতে শাদাব খানকে অধিনায়ক করা নিয়ে প্রশ্নের জবাব দেন হাসান আলি।