Logo
Logo
×

খেলা

রোনালদিনহোর ছেলেকেও সুযোগ দিল বার্সেলোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২ পিএম

রোনালদিনহোর ছেলেকেও সুযোগ দিল বার্সেলোনা

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর ছেলে মেনদেজকেও সুযোগ দিল বার্সেলানা। বার্সার সঙ্গে মেনদেজের চুক্তি সময়ের ব্যাপার মাত্র।

১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে অংশ নিয়ে ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার নজর রেখেছেন। 

স্প্যানিশ রেডিও আরএসি ১-কে রোনালদিনহো বলেছেন, বার্সা আমার জীবনের অংশ। আমি কখনোই বার্সায় বাইরের কেউ ছিলাম না। যেখানেই গেছি বার্সাকে সঙ্গে নিয়েই ছিলাম। এখন আমার ছেলে বার্সায় আসার পর থেকে বার্সার সঙ্গে আমার সম্পর্কটা আরও দৃঢ় হলো

এক প্রশ্নের জবাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো বলেছেন, হ্যাঁ, আমার ছেলে বার্সেলানায় খেলবে।

বার্সেলোনার যুব দলের কোচের দায়িত্বে আছেন অস্কার লোপেজ, সহকারী কোচ হিসেবে আছেন একসময় বার্সেলোনায় রোনালদিনিওর সতীর্থ সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের স্যাভিওলা। ট্রায়ালে কোচরা পছন্দ করেছেন বলেই বার্সার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে মেনদেজের। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম