Logo
Logo
×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফিঞ্চ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফিঞ্চ

ব্যাট হাতে দীর্ঘ দিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের শেষ দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। এর পর ফিঞ্চের অধীনে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছিলেন অজিরা। কিন্তু বিশ্ব আসরে অজি অধিনায়কের ব্যাটের মতোই নিষ্প্রভ ছিলেন স্বাগতিকরা। 

অবশেষে মঙ্গলবার নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন এই ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিঞ্চ। সেই সঙ্গে অজি জার্সিতে নিজের পথচলা শেষ করলেন অস্ট্রেলিয়াকে একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। 

ফিঞ্চ বলেন, ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে পারব না। তাই এখনই দলের প্রয়োজনে সরে দাঁড়াচ্ছি, যাতে করে ভবিষ্যৎ পরিকল্পনাতে অস্ট্রেলিয়ার সুবিধা হয়। 

বিদায়কালে ফিঞ্চ তার দেশের ক্রিকেট বোর্ড, সতীর্থ, ভিক্টোরিয়া ক্রিকেট ও তার স্ত্রী এমিকে ধন্যবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এই ওপেনার। ৩৪.২৮ গড়ে ৩১২০ রান করেছেন ফিঞ্চ। যেখানে তার স্ট্রাইক রেট (১৪২.৫৩) ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটাও এই মারকুটে ব্যাটারের দখলে। ফিঞ্চের ১৭২ রান, এক ইনিংসের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। 

তবে ঘরোয়া ক্রিকেটসহ ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানান ফিঞ্চ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম