সম্প্রতি বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে বার্সেলোনার তারকা ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে। তিনি থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার হন।
ওই নারীর অভিযোগ, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেন। আলভেজ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
যৌন হয়রানির অভিযোগ উঠার পরই ৩৯ বছর বয়সী আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করে তার বর্তমান ক্লাব পুমাস।
শ্লীলতাহানির সেই ঘটনার মধ্যেই দানি আলভেজকে নিয়ে নতুন খবর চাউর হয়েছে। ব্রাজিলিয়ান এই তারকার স্ত্রী জোয়ানা সাঞ্জ নাকি আলভেজের কাছে ডিভোর্স চেয়ে আবেদন করেছেন। তবে এই খবরকে ভুয়া বলেছেন সাঞ্জ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে সাঞ্জ জানিয়েছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার সম্পর্কে নানা ধরনের কথা ছড়ানো হচ্ছে; যা পুরোপুরি মিথ্যা। আমি কোনো সংবাদমাধ্যম কিংবা কোনো সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করিনি। কোনো কিছু হলে আমি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিতাম। এর বাইরে আপনারা যা জানেন, তার সবই অনুমান।’
মার্কার মতে, এর আগে টিভি অনুষ্ঠান ‘এল প্রোগ্রামা ডি আনা রোহা’ নামে প্রোগ্রামে প্রচার করা হয়েছিল আলভেজকে ছাড়তে চান তার স্ত্রী। তাদের দাবি, আলভেজকে ফোন দিয়ে ডিভোর্স চেয়েছিলেন সাঞ্জ।