Logo
Logo
×

খেলা

জামাই শাহিন আফ্রিদিকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন আফ্রিদি 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২২ পিএম

জামাই শাহিন আফ্রিদিকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন আফ্রিদি 

শহিদ আফ্রিদির কন্যা আনশা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এবার আনুষ্ঠানিকভাবে শ্বশুর-জামাই বনে গেলেন দুই আফ্রিদি। 

বিয়ের পর ইতিমধ্যে কন্যা-জামাতাকে ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শহিদ আফ্রিদি।

শহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে শাহিনের বিয়ে অবশ্য ঠিক হয়েছিল দুই বছর আগেই। তখনই বলা হয়েছিল, শাহিন-আনশার বিয়ে হবে ২০২৩-এর ৩ ফেব্রুয়ারি। করাচির জাকারিয়া মসজিদে গতকাল আনশা ও শাহিনের বিয়ে পড়ান মওলানা আব্দুস সাত্তার।

শাহিন-আনশাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনিং অলরাউন্ডার আজ তার ফেসবুক পেইজে লিখেছেন, মেয়েরা বাগানের সবচেয়ে সুন্দর ফুল, যারা আশীর্বাদসহ ফুটে। মেয়েকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। মেয়েকে আপনি আপনার হৃদয় দিয়ে ভালোবাসেন। অভিভাবক হিসেবে আমি আমার মেয়ের বিয়ে দিলাম শাহিন আফ্রিদির সঙ্গে। দুজনকেই অভিনন্দন। 

আফ্রিদি যুগলের বিয়ের পর করাচির ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে হয় বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খানসহ সাবেক ও বর্তমান অনেকেই উপস্থিত ছিলেন। শ্বশুর আফ্রিদি ছাড়াও শাহিনকে অনেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম