Logo
Logo
×

খেলা

‘কোথায় নিউজ পেয়েছেন হাথুরু আসবে না?’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:০৫ পিএম

‘কোথায় নিউজ পেয়েছেন হাথুরু আসবে না?’

সবশেষ ভারত সিরিজ শেষে রাসেল ডমিঙ্গোর পদত্যাগের পর থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন আবারও জাতীয় দলের কোচ হয়ে আসছেন চন্দিকা হাথুরুসিংহে। তিনি কোচ হয়ে আসলে বাংলাদেশ দলের জন্যই ভালো। এমনটি বলছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেছেন, হাথুরু আসবে কিনা আমি এখনও নিশ্চিত না। তবে যদি আসে, অবশ্যই ভালো। হাথুরু এখানে কাজ করে গেছে, ওর কোচিংয়ে বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্সও ছিল। আমার বিশ্বাস, হাথুরু এখন হয়তো আরও বেশি পরিণত, অবশ্যই আমাদের সেটা কাজে লাগবে। আবার যদি আসে তো ভালো।

মার্চের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। তার আগেই জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কোচ পাচ্ছেন সাকিবরা। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সোমবার সিলেটে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলব না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাব ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে এর মধ্যেই পেয়ে যাব।’

প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তবে নানা সময়ে তাকে ঘিরে বিতর্কও ছিল অনেক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম