তাওহিদ হৃদয় ও জাকির হাসানের ঝড়ো ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স রানের পাহাড় গড়েছে। খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সিলেট।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩০তম ম্যাচে মুখোমুখি হয় সিলেট-খুলনা।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারে ২৫ রানে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। এই জুটিতেই বিপিএলে চতুর্থ ফিফটি হাঁকান তিনি। ৪৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানে ফেরেন হৃদয়।
এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ফেরেন জাকির হাসানও। তার আগে ৩৮ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন জাকির।
ইনিংসের শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান রায়ান বুর্ল ও থিসেরা পেরেরা। রায়ান ১১ বলে এক চার আর ২টি ছক্কার সাহায্যে ২১ রানে অপরাজিত থাকেন। ৭ বলে দুই চার আর এক ছক্কায় ১৭ রান করেন পেরেরা।
তাওহিদ হৃদয় ও জাকির হাসানের ফিফটি আর রায়ান বুর্ল-থিসেরা পেরেরার ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানে পৌঁছায় সিলেট।