Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের সেরা একাদশে স্বর্ণা 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

বিশ্বকাপের সেরা একাদশে স্বর্ণা 

রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। 

পুরো টুর্নামেন্টে যারা প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন তাদের নিয়েই সেরা একাদশ গড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সি (আইসিসি)।

আইসিসির ঘোষিত সেই একাদশে সুযোগ হয়নি কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেরা একাদশে সুযোগ পেয়েছেন স্বর্ণা আক্তার। 

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন সোমবার আইসিসি ঘোষণা করে টুর্নামেন্টের সেরা একাদশ। সেই দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ ইংল্যান্ড দলের সর্বোচ্চ তিনজন করে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে।

বিশ্বকাপের সেরা একাদশ: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (ইংল্যান্ড), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (দক্ষিণ আফ্রিকা), পারশাভি চোপড়া (ভারত), হান্না ব্যাকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড) ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

দ্বাদশ: আনোশা নাসির (পাকিস্তান)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম