Logo
Logo
×

খেলা

রাহুলের পর এবার বিয়ে করলেন অক্ষর প্যাটেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম

রাহুলের পর এবার বিয়ে করলেন অক্ষর প্যাটেল

কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। এই ক্রিকেটারের বিয়ের পর এবার বিয়ে করলেনও অক্ষর প্যাটেল। দীর্ঘ দিনের প্রেমিকা মেহা প্যাটেলকে বিয়ে করেছেন এই অলরাউন্ডার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষর তার বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু পরে সেটা আর সম্ভব হয়নি।

বৃহস্পতিবার গুজরাটের বগোদরায় বিয়ে হয়েছে অক্ষর-মেহার। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েকজন ক্রিকেটারও আমন্ত্রিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিয়ের এই খবর সেভাবে প্রচার করতে চাননি অক্ষর।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অক্ষর অনেকটা চুপিসারেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছিলেন। বিয়ের জন্য কেএল রাহুলের মতো তিনিও ছুটি নিয়েছিলেন বোর্ড থেকে। গত বছরের ২০ জানুয়ারি মেহার জন্মদিনে বাগদানের দিন সম্পর্কের কথা প্রকাশ করেন ক্রিকেটার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম